সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

দৃশ্যকল্প ৩ - সমস্যা-সমাধান:

দৃশ্যকল্প ৩ - সমস্যা-সমাধান:

by Kazi Awlad Hossain - Number of replies: 4

 সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের সদস্যদের পক্ষে-বিপক্ষে যুক্তি প্রদর্শনের সুযোগ দেয়া যেতে পারে । তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে অধিক গ্রহন যোগ্য ,যুক্তি সঙ্গত  ও ফলপ্রসু  সিদ্ধান্ত নেয়া যেতে পারে। সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে দুর্ঘটনাক্রমে মুছে/হারিয়ে যাওয়া তথ্য গুলোর অধিকাংশই তাদের স্মৃতি ও সহযোগীতা থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন ও কার্যকরী সিদ্ধান্ত ও তাদের ভিতর থেকে আসতে পারে যা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে।


In reply to Kazi Awlad Hossain

Re: দৃশ্যকল্প ৩ - সমস্যা-সমাধান:

by S. M.Muahhidul Huq -
Nicely articulated!
In reply to Kazi Awlad Hossain

Re: দৃশ্যকল্প ৩ - সমস্যা-সমাধান:

by S. M.Muahhidul Huq -
Excellent deliberation!