১.২ ছাত্র নেতৃত্ব বিকাশের ভূমিকা (Introduction to Student Leadership Development)



English Script 


 1.2 Introduction to Student Leadership Development: Building a Foundation for Success

 Objectives; By the end of this session, participants should be able to Understanding Leadership: Participants will differentiate between leadership misconceptions and its true essence. Grasping Student Leadership: Participants will recognize the adaptability and scope of leadership in academic settings. Dear trainees, I welcome you to today's session. I am Md. Sabbir Hossain, Senior Lecturer, ICT Education Department, Daffodil International University Bangladesh and Consultant, Commonwealth of Learning. Today, we will talk about some of the foundations or fundamentals of successful student leadership and try to learn about these topics through questions and answers. So let's get started: Now pause the video and think about what leadership really means or what do you think leadership means? Now I would like to add to your thoughts that there is a common misconception among us that leadership means president, director or head teacher. Meaning leadership is a responsibility. In fact, leadership is not about being in charge. Rather it is to others • Achieving a specific goal by guiding * influencing and * supporting. It is not about dominating or influencing anyone but rather an aspect of mutual cooperation and encouragement. Now the second question is what do we really mean by student leadership? When we talk about 'student leadership', we mainly focus on the development of these leadership qualities in the academic environment. It can be between classes, different clubs, sports teams or different student organizations. Now the question is, can anyone be a student leader? Or these skills are already in someone? Of course anyone can be a student leader. Leadership skills are not limited to a select few, they are acquired or can be acquired through learning and through practice and experience. Now an important question is what basic skills should a student leader have? Being a successful student leader requires many basic skills. These include, 1. Good communication skills 2. emotional intelligence 3 Active and critical thinking 4. conflict resolution 5. Qualities include decision-making and self-management. Leadership is an ongoing journey. What are some things our students should keep in mind while embarking on this journey of leadership? That is, leadership is a journey or process of continuous learning and improvement. No one is perfect as a leader and every leader will face various challenges along the way. What advice can we give our students to practice leadership? As a first step, we can encourage everyone to find out what leadership means to them Ask them to think about certain leaders so that by thinking about them, they are inspired by their qualities Remember that every leader's journey starts somewhere and we are all very interested to see where this journey takes you. Thank you all for joining us today. We hope to continue this journey with you in our next session, until then stay well and stay healthy.

বাংলা স্ক্রিপ্ট




 ১.২ শিরোনাম: ছাত্র নেতৃত্ব বিকাশের ভূমিকা: সাফল্যের জন্য একটি ভিত্তি তৈরি করা কোর্সের উদ্দেশ্য; উদ্দেশ্য; এই অধিবেশন শেষে, অংশগ্রহণকারীরা সক্ষম হবে 1. নেতৃত্ব বোঝা: অংশগ্রহণকারীরা নেতৃত্বের ভুল ধারণা এবং এর প্রকৃত সারমর্মের মধ্যে পার্থক্য করবে। 2. ছাত্র নেতৃত্ব উপলব্ধি করা: অংশগ্রহণকারীরা একাডেমিক সেটিংসে নেতৃত্বের অভিযোজনযোগ্যতা এবং সুযোগকে স্বীকৃতি দেবে। সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ আজকের সেশানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোঃ সাব্বির হোসেন,সিনিয়র লেকচারার, আইসিটি এডুকেশন বিভাগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও পরামর্শক কমনওয়েলথ অফ লার্নিং। আজ, আমরা সফল ছাত্র নেতৃত্বের ভিত্তি স্থাপন বা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয় সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করবো। আসুন তাহলে শুরু করা যাক: এবার ভিডিওটি একটু পজ দিন এবনং চিন্তা করুন লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি মনে করেন? এবার আপনাদের চিন্তার সাথে আমি একটু যোগ করে বলতে চাই যে আমাদের মাঝে একটি প্রচলিত ভুল ধারনা আছে যে লিডারশীপ মানে সভাপতি, পরিচালক বা প্রধান শিক্ষক । মানে লিডারশীপ হলো একটি দায়িত্ব। আসলে লিডারশিপ মানে দায়িত্বে থাকা নয়। বরং এটি হলো অন্যদেরকে • পথ দেখানো * প্রভাবিত করা এবং * সাপোর্ট দেওয়ার মাধ্যমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। এটি কারো উপর কর্তৃত্ব বা প্রভাব খাটানো নয় বরং পারস্পরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা প্রদানের একটি দিক। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা স্টুডেন্ট লিডারশিপ বলতে আসলে কি বুঝাচ্ছি ? যখন আমরা 'ছাত্র নেতৃত্ব' সম্পর্কে বলি, তখন আমরা মূলত একাডেমিক পরিবেশে এই নেতৃত্বের গুণাবলীর বিকাশের দিকে মনোনিবেশ করি। এটি ক্লাস, বিভিন্ন ক্লাব, ক্রীড়া দল কিংবা বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যমে হতে পারে । এখন প্রশ্ন হচ্ছে , যে কেউ কি ছাত্রনেতা হতে পারে ? নাকি এসব দক্ষতা আগে থেকেই কারো মধ্যে থাকে? অবশ্যই যে কেউই ছাত্রনেতা হতে পারে। নেতৃত্বের দক্ষতা শুধুমাত্র নির্বাচিত কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলি শেখার মাধ্যমে এবং অনুশীলন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করা হয় বা অর্জন করা যেতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একজন ছাত্রনেতার কি কি মৌলিক দক্ষতা থাকা উচিৎ? একজন সফল ছাত্র নেতা হতে অনেকগুলি মৌলিক দক্ষতা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, ১। ভালো যোগাযোগ দক্ষতা ২। মানসিক বুদ্ধিমত্তা ৩ ক্রিয়াশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা ৪। দ্বন্দ্ব সমাধান ৫। সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেই নিজেকে ব্যবস্থাপনার মতো গুণাবলিসমূহ অন্তর্ভুক্ত থাকে। নেতৃত্ব হচ্ছে একটি চলমান যাত্রা। নেতৃত্বের এই যাত্রা শুরু করার সময় আমাদের শিক্ষার্থীদের বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিৎ? তা হোল নেতৃত্ব হচ্ছে অবিরত শেখা এবং উন্নতির একটি যাত্রা বা প্রক্রিয়া। নেতা হিসেবে কেউই পরিপূর্ণ নয় এবং প্রতিটি নেতাই তাদের চলার পথে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ এর সম্মুখীন হবেন । নেতৃত্ব চর্চা বা অনুশীলন করার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের যে পরামর্শ দিতে পারি ? প্রথম পদক্ষেপ হিসাবে, আমরা প্রত্যেককে তাদের কাছে নেতৃত্বের অর্থ কী তা জানার জন্য উৎসাহিত করতে পারি৷ তাদের এমন কিছু নেতাদের সম্পর্কে চিন্তা করতে বলতে পারি যেন তারা তাদের চিন্তা করার মাধ্যমে তাদের গুণাবলি থেকে অনুপ্রাণিত হয় মনে রাখবেন যে প্রতিটি নেতার যাত্রা কোথাও না কোথাও শুরু হয় এবং এই যাত্রা আপনাকে কোথায় নিয়ে যায় তা দেখতে আমরা সকলে অত্যন্ত আগ্রহী। আজ আমাদের সাথে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী সেশনে আপনার সাথে এই যাত্রা অব্যাহত রাখার আশাকরি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Last modified: Saturday, 9 September 2023, 10:55 AM