লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি মনে করেন?

লিডারশিপ

লিডারশিপ

by Dr. Md. Abdullah Al Hafiz - Number of replies: 2

লিডারশিপ হচ্ছে একজন ব্যাক্তির এমন  এক ধরনের দক্ষতা যা তাকে তার অধিনস্ত বা গ্রুপের অনান্য সদস্যদের উপর মনস্তাত্বিক প্রভাব বিস্তার করে ও তাদের মনোভাব বুঝে তাদেরকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে  সফলতার সাথে কোন নির্ধারিত কর্মসম্পাদনে / লক্ষ্য অর্জনে সাহায্য করে।