যদি কোন শিক্ষার্থী অন্যের লেখা চুরি করে, তাতে
সামাজিক এবং শিক্ষাগত দিকগুলি বিবেচনা করতে হবে। নিম্নলিখিত কয়েকটি করণীয় হতে
পারে:
1. Plagiarism এর চর্চ্চার খারাপ দিক সম্পর্কে তাকে ধারনা দিব।
2. Plagiarism যে একটি অনৈতিক কাজ বিষয়টি তাকে ভালেভাবে বুঝিয়ে বলব
3. আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা বিষয়ে তাকে অবহিত করবো।
4. এই চর্চ্চাটি তার শিক্ষাজীবনের যে ক্ষতিকর প্রভাব ফেলবে তা সম্পর্কে জানাবো। এবং ভবিষ্যতে যাতে Plagiarism না করে সে ব্যাপারে সতর্ক করবো।
5. Plagiarism এর বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারনা দিব
6. পুনরায় তাকে এ্যাসাইনম্যান্ট জমা দিতে বলব।