আজকের শিক্ষার্থী ভবিষ্যত নেতৃত্বের কাণ্ডারী হয়ে উঠতে হলে শ্রেণীকক্ষকে উন্নত পরিবেশে গড়ে তুলতে হবে।
প্রথমত, শিক্ষা হবে আনন্দপূর্ণ। পারস্পারিক সহযোগিতাপূর্ণ বন্ধুত্বে বেড়ে উঠলে কোন কিছু শেখায় লজ্জাবোধ দূরিভূত হবে।
দ্বিতীয়ত, নেতৃত্ব ও বিচক্ষণতাকে মূল্যায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী হবার অনুপ্রেরণায় উজ্জীবিত করা। একজন নেতা কর্মচঞ্চলায় পারদর্শী ও সর্বদা উজ্জীবনী শক্তিতে পরিপূর্ণ থাকলে প্রাণচঞ্চল নেতৃত্ব সফলভাবে কর্ম সম্পাদন করতে পারে।