এই দৃশ্যকল্পসমূহের উপর চিন্তা করুন এবং আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন

দৃশ্যকল্প -২

দৃশ্যকল্প -২

by Mohammed Eashak Syady - Number of replies: 21

এমন পরিস্থিতিতে অন্য স্কুলের সাথে পরামর্শ করে তারিখগুলো পুনরায় সেট করতে হবে। প্রয়োজনে তাদের সাথে সহযোগিতা করার আশ্বাস প্রদান করব। তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে সেই ব্যাপারে পরামর্শ করব। 

In reply to Mohammed Eashak Syady

Re: দৃশ্যকল্প -২

by Zoynul Abedin Shoaib -
প্রথমে আমাদের যোগাযোগের যে ঘাটতি ছিলো সে সম্পর্কে অন‍্যদের সাথে পরামর্শ করবো। অন‍্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সম্ভব হলে তাদের তারিখ পরিবর্তনের অনুরোধ করা। আলোচনায় সমাধান না হলে একই সময়ে অন্য ইভেন্টের তুলনায় আমার ইভেন্ট টি আকর্ষণীয় এবং চমকপ্রদ করার জন্যে কিছু ব্যতিক্রমধর্মী আয়োজন করবো এবং তা প্রচার করবো যাতে করে আমার ইভেন্টে দর্শক ফিরে আসে।
In reply to Zoynul Abedin Shoaib

Re: দৃশ্যকল্প -২

by M. Hosainul Abedin -
A good communication may solve the majority percent problem. So, leaders should communicate with all the stakeholders.
In reply to Mohammed Eashak Syady

Re: দৃশ্যকল্প -২

by M. Hosainul Abedin -
A good communication may solve the majority percent problem.