সপ্তাহে অন্তত দুটি ক্লাশ রাখতে হবে যার পরিধি অন্তত দুই ঘন্টা
ছাত্রদের গ্রুপে গ্রুপে ভাগ করে নিজেদের মধ্যে আলোচনা করে পোসটার পেপারে তারা কি পড়তে চায়,তাদের ক্লাশে পড়ার সময় কি কি সমস্যা হচ্ছে, তারা কি জানতে চায় পয়েন্টের আকারে তারা উপস্থাপন করবে
প্রত্যেক গ্রুপে প্রতি সপ্তাহে একজন করে গ্রুপ লিডার থাকবে যে এই প্রস্তাব গুলো উপ্সথাপন করবে
প্রতি সপ্তাহ অন্তর অন্তর লিডার বদল করা হবে।
স্কুল বা কলেজে একটি অভিযোগ খাতা থাকবে যেখানে ছাত্র ছাত্রী তাদের অভিযোগ অনুযোগ গুলো লিপিবদ্ধ করবে
প্রতিষ্ঠান প্রধাণ প্রতি সপ্তাহে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের নিয়ে এবং এই অভিযোগ খাতা নিয়ে পর্যালোচনা করবেন এবং পারস্পরিক আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করবেন।
ছাত্রদের মত প্রকাশ করার আরেকটি ফোরাম হতে পারে ছাত্র সংসদ