শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভয়েস এবং এজেন্সি কার্যকরভাবে ক্ষমতায়ন করতে কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন:
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভয়েস কার্যকরভাবে প্রতিষ্ঠাকরণ:
১। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সম্মান উন্নতকরণের জন্য তাদের সাথে সম্মানপূর্ণ ভাষা ব্যবহারকরণ;
২। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস উন্নতকরণের জন্য তাদের যেকোন সিদ্ধান্তে অণুপ্রেরণা বা উৎসাহ প্রদান;
৩। শিক্ষার্থীদের নিরাপত্তা উন্নতকরণের জন্য তাদের প্রত্যেককেই চক্রাকারে সুযোগ দেয়া, যেন তার ভেতর অসহায়ত্ব প্রকাশ না পায়;
৪। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যেকোন প্রশ্ন বা আগ্রহকে প্রশমিত না করে দলগতভাবে সমাধানের চেষ্টা করা প্রয়োজন।
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এজেন্সি কার্যকরভাবে ক্ষমতায়ন:
১। শ্রেণীকক্ষে প্রতিদিন চক্রাকারে শিক্ষার্থীদেরকে দলে বিভক্ত করে একজনকে নেতৃত্ব প্রদানের সুযোগ সৃষ্টি করে দেয়া;
২। শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়করণ সৃষ্টি করার জন্য এককভাবে অনুশীলন করার সুযোগ দেয়া;
৩। বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ, গ্রাফ, পোস্টার, মডেল ইত্যাদির প্রয়োগে প্রত্যেককে সুযোগ দেয়া;
৪। শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনিক সমর্থন ও স্বাধীনতার অনুমোদন দেয়া, যা তাদেরকে পেশাদার উন্নতির সুযোগ দিবে;
৫। বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশ্রগহণ করতে দেয়া এবং শিক্ষামূলক সংগঠনে সম্পৃক্ত হতে সুযোগ করে দেয়া।