শিক্ষার্থীদের ভয়েস হলো তাদের ধারণা , অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির মূল্যয়ন করা। তাদের কথা শোনা ও তাদেরকে উৎসাহিত করা। এর জন্য ক্লাসে তাদের আলোচনা করতে দিতে হবে , সাজেশন বক্স পদ্ধতি ব্যবহার করতে দেয়া যেতে পারে । ছাত্র ব্লগ সিস্টেম রাখা যেতে পারে। সত্যিকারে তাদের মতমতের গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের উপর ছাত্রছাত্রীদের এ বিশ্বাসটিও থাকতে হবে যে তাদের মতামতের গুরুত্ব দেয়া হচ্ছে।
শিক্ষার্থীদের এজেন্সী হলো ছা্ত্রদের শেখার দায়িত্ব তাদের নিজেদের উপরই দিয়ে দেয়া। তাদের শিক্ষা জীবনকে গড়ে তোলার ক্ষমতা তোদের উপরই দেয়া। তারা কখন, কিভাবে এবং কতটুকু এবং কি শিখতে চায় সেই দায়ভার তাদের উপরই থাকবে। এর বিকাশ ঘটানো যায় ---1. অ্যাসাইমেন্টের মাধ্যমে 2. সেল্ফলার্নিংকে উৎসাহিত করার মাধ্যমে 3. স্বাধীন ও সহযোগিতামূলক প্রজেক্ট ভিত্তিক শিক্ষার সুযোগ প্রদানের মাধ্যমে।