সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

দৃশ্যকল্প ২

দৃশ্যকল্প ২

by Muhammad Kamruzzaman - Number of replies: 9

এই দৃশ্যকল্পে দুটি বিষয় লক্ষণীয়;

প্রথমত, নিজস্ব চিন্তার বাস্তবায়ন মডেল তৈরী-

নিজস্ব চিন্তার বাস্তবায়ন মডেল তৈরীতে প্রোগ্রামের স্থান, তারিখ, সময়, এবং মোট বাজেট তৈরী করা।

দ্বিতীয়ত,পর্যায়ক্রমে বাস্তবায়ন কর্মসূচী গ্রহণ-

দলের সদস্যদের মধ্যে আলোচনা সভা ঢেকে এই প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরা।

স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে প্রোগ্রামের উদ্দেশ্য এবং তাদের আন্তরিক সহযোগিতার জন্য আবেদন জানানো। 

স্কুল প্রশাসনের কাছে প্রোগ্রামের শিক্ষামূলক মান এবং সমাজের উন্নতির লক্ষে আমাদের দায়িত্ববোধের দায়বদ্ধতা ব্যাখ্যা করা।

ছাত্রদের কাছে আকর্ষণীয় পোস্টার এবং সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে প্রোগ্রাম সম্পর্কে আগ্রহ বা কৌতুহল সৃষ্টি করা।