সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

পরিস্থিতি ১

পরিস্থিতি ১

by Muhammad Kamruzzaman - Number of replies: 11

পরিস্থিতি ১ - সিদ্ধান্ত গ্রহণ: আপনি স্কুলে একটি প্রাজেক্টের লিডার। প্রকল্পের দিকনির্দেশ সম্পর্কে আপনার কাছে একটি সমালোচনামূলক সিদ্ধান্ত রয়েছে। আপনার দলের অর্ধেক বিশ্বাস করে যে প্রকল্পটি এক দিকে নিয়ে যাওয়া উচিত, অন্য অর্ধেক বিশ্বাস করে তার বিপরীত। আপনি কিভাবে এই পরিস্থিতি সামলাবেন? আপনি কোন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যবহার করবেন?

উত্তর: 

১. যে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন নেতা হিসেবে আমার প্রজেক্টের সকল সদস্যদের মতামতগুলো মনোযোগ সহকারে শুনবো।

২. আমার প্রজেক্টের সাফল্য নির্ভর মতামতগুলোকে অধিক গুরুত্ব আরোপ করে অন্যান্য সকল মতামতের পিছনে কী কী কারণ আছে তা বিশ্লেষণ করবো। 

৩. গণতান্ত্রিক উপায়ে আমি ইচ্ছে করলেই অধিক সংখ্যকের মতামত নেয়ার ক্ষমতা ‍যদিও রাখি, তবু প্রতিটি মতামতকে আমাদের প্রজেক্টের বাস্তবায়ন উদ্দেশ্য বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত গ্রহণ করবো এবং এর পিছনের সুন্দর কারণটিও সবাইকে বুঝিয়ে বলবো। 

৪. আশাকরি সকলের সম্মতি প্রসূত একটি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে একটি টিম স্প্রিট তৈরী করতে সক্ষম হতে পারবো এবং এই একতাবদ্ধ উদ্যোমটি আমাদের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। 


In reply to Muhammad Kamruzzaman

Re: পরিস্থিতি ১

by Rumana Pervin -
প্রথমে উভয় পক্ষের প্রত্যেকের
মতামতের স্বপক্ষের যুক্তি উপস্থাপনের সুযোগ দিব। তারপর এক পক্ষের যুক্তি অন্যপক্ষ কেন সমর্থন করতে পারছেন না, সে ব্যাপারে একটি আলোচনার ব্যবস্থা করবো। আলোচনার পরিপ্রেক্ষিতে করণীয় কি হতে পারে তা সকল গ্রুপ মেম্বারের মতামতের ভিত্তিতে আমি লিডার হিসেবে গ্রহণ করতে পারি।
In reply to Muhammad Kamruzzaman

Re: পরিস্থিতি ১

by KHAN MD ALAMIN -
ধন্যবাদ স্যার, সহমত পোষন করছি।