লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি মনে করেন?

লিডার‌শিপ

লিডার‌শিপ

by Sudip Paul - Number of replies: 12

লিডারশিপ বাস্তবে নির্দেশকত্ব ও পরিচালনা করার একটি দক্ষতা বা মানবিক জিজ্ঞাসা বোঝায়। এটি আরোহ অর্জন করে টীমকে সরাসরি একটি লক্ষ্যে নিয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসন করে এবং সময়ে সহজেই সংগঠিত রাখে। একজন ভাল লিডার কর্মসংস্থানের গুরুত্বপূর্ন বিষয়গুলো বোঝে এবং সকলকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার উপায় বিস্তারিত জানায়। এছাড়াও একজন লিডার অন্যদের প্রভাবিত করে, সরবত ব্যাক্তিক বিকাশে সহায়তা করে এবং দক্ষ কর্মী নিয়োজন করে উন্নতির সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সংঘটিত ও একটি দক্ষ কর্মশালা যাত্রাচলন করে তথা কিছু নয়ে শুধুমাত্র নতুন আলোকের সৃষ্টিকর্তা।

In reply to Sudip Paul

Re: লিডার‌শিপ

by Zoynul Abedin Shoaib -
খুবই সুন্দর আইডিয়া,
(পোস্ট সাবমিট করার পূর্বে একটু রিভিউ দিলে ভালো হয়) ধন্যবাদ।