সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

দৃশ্যকল্প ২ - যোগাযোগ (এখানে ক্লিক করুন) আনুগ্রহ করে সবাই এই ডিসকাশন টপিক এ রিপ্লাই দিয়ে সমাধান গুলো লিখবেন নতুন কোন ডিসকাশন টপিক নিবেন না

Re: দৃশ্যকল্প ২ - যোগাযোগ (এখানে ক্লিক করুন) আনুগ্রহ করে সবাই এই ডিসকাশন টপিক এ রিপ্লাই দিয়ে সমাধান গুলো লিখবেন নতুন কোন ডিসকাশন টপিক নিবেন না

by Md Abu Nasir Nasir - Number of replies: 0
বর্তমানে প্রতিটি কলেজের বা প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যমগুলোতে অবাধ বিচরন। যেমন প্রত্যেকের ফেসবুক গ্রুপ রয়েছে। হোয়াটসআপ, ইউটিউব চ্যানেল রয়েছে।
আমি প্রথমে কলেজের প্রশাসনকে অবহিত করবো অনুমোদনের জন্য এবং অনুমোদনের পর আমি কলেজের ফেসবুক গ্রুপে পোস্ট করবো। হোয়াটসআপ গ্রুপেও পোস্ট করবো। তারপর যদি সম্ভব হয় ব্যানারের মাধ্যমেও কলেজের দৃশ্যমান জায়গায় স্থাপন করে সবাইকে জানাতে পারি। ছোট্ট একটা বিডিও করে তা সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করতে পারি।