১.১ প্রজেক্ট লিডার দ্বারা কোর্স পরিচিতি (Course Introduction by the Project Lead )
English Script
Course Introduction by the Project Lead
Ladies and Gentlemen,
Good day and a warm welcome to you all. I am Mohammad Maksudur Rahman Bhuiyan, the Director of Planning and Development at UGC and the Project Lead of DECO-LEADS. I am immensely pleased to introduce you to an exceptional initiative, the "Democratic Education and Community-Oriented Leadership Empowerment for Aspiring Dynamic Scholars," also known as the DECO-LEADS online training course.
In an era characterized by rapid technological advancements, the concept of leadership is continuously evolving. Leaders of the future must be equipped with a robust skill set that goes beyond traditional boundaries. Recognizing this need, we have developed DECO-LEADS to mold aspiring dynamic scholars into effective, democratic, and community-oriented leaders.
DECO-LEADS is a unique blend of knowledge, innovative thinking, and practical application, tailor-made to inspire, inform, and invigorate. The course encapsulates democratic values and community leadership and aims to instill these vital facets of modern leadership in our learners.
Our mission with this course is twofold. Firstly, we strive to foster a democratic spirit in our students, facilitating them to respect diversity, promote inclusivity, and exercise ethical decision-making. Secondly, we aim to strengthen their community leadership skills, empowering them to drive societal transformations and positively impact their communities.
This course is a result of numerous hours of planning, discussions, research, and meticulous execution, all of which have been directed towards providing you with an enlightening and enriching learning experience. The training is available for free to all who are interested in enhancing their leadership capabilities and navigating their way in the ever-evolving world of leadership dynamics.
The course is designed to be interactive and flexible, catering to different learning styles and schedules. On successful completion of this course, participants will receive a certificate conforming to international standards, a testament to their hard work and a powerful tool to help them in their leadership journey.
I invite you all to register for the DECO-LEADS online training course, immerse yourselves in this enriching experience, and embark on your path to becoming influential leaders. Together, let's lead with knowledge, inspiration, and commitment.
Thank you, and I look forward to seeing you on DECO-LEADS.
Best Regards,
Mohammad Maksudur Rahman Bhuiyan
Director (Planning and Development), UGC
Project Lead, DECO-LEADS
বাংলা স্ক্রিপ্ট
ভদ্রমহিলা ও মহোদয়গণ,
আপনাদের সবাইকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনাদের সকলের দিনটি ভালো কাটুক। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) এর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং DECO-LEADS-এর প্রজেক্ট লিডার। আমি আপনাদেরকে একটি ব্যতিক্রমী উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত, "ডেমোক্র্যাটিক এডুকেশন অ্যান্ড কমিউনিটি-ওরিয়েন্টেড লিডারশিপ এমপাওয়ারমেন্ট ফর এস্পায়ারিং ডায়নামিক স্কলারস," যা DECO-LEADS অনলাইন প্রশিক্ষণ কোর্স নামেও পরিচিত৷
আজকের বিশ্বে, প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং লিডারশিপ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাও পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতের লিডারদের সত্যিই ভাল দক্ষতা থাকতে হবে, যা গতানুগতিক চিন্তাধারা থেকে ভিন্ন হয়। এই প্রয়োজনের কথা চিন্তা করে আমরা ডায়নামিক স্কলারদেরকে গণতান্ত্রিক, কার্যকর ও সম্প্রদায় ভিত্তিক লিডারে পরিণত করার জন্য "DECO-LEADS" নামে একটি প্রকল্প তৈরি করেছি।
DECO-LEADS হল জ্ঞান, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবহারিক প্রয়োগের এক অনন্য মিশ্রণ যা মানুষকে অনুপ্রাণিত, জানানো এবং উজ্জীবিত করার জন্য তৈরি করা হয়েছে। এই কোর্সটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সম্প্রদায়িক নেতৃত্বকে অন্তর্ভুক্ত করে যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক নেতৃত্ব গঠন করা।
এই কোর্সে আমাদের লক্ষ্য দুইটি। প্রথমত, আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব উন্নত করার চেষ্টা করবো, যাতে তারা ডাইভার্সটিকে কে সম্মান করতে পারে সেই সাথে ইনক্লুসিভিটি কে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে এবং তারা সঠিক ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, আমরা তাদের কমিউনিটি লিডারশিপ দক্ষতা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রচেষ্টা করবো, যার মাধ্যমে তারা সমাজতান্ত্রিক পরিবর্তন সাধন করতে সক্ষম হয় এবং সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব রাখতে পারে।
এই কোর্সটি অনেক সময়ের পরিকল্পনা, আলোচনা, গবেষণা এবং সূক্ষ্মভাবে সম্পাদনের একটি সমন্বিত ফলাফল, যার সবকটিই আপনাকে একটি জ্ঞানমূলক এবং সমৃদ্ধ শেখার অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই প্রশিক্ষণটি মূলত সকল আগ্রহী ব্যক্তিদের জন্য বিনামূল্যে প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। এটি তাদেরকে বর্তমান বিশ্বে লিডারশিপের যে আধুনিক ধারণা, সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে নেতৃত্বদানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে।
এই কোর্সটি একটি খুবই ডায়নামিক এবং সুবিধাজনক কোর্স যা শিক্ষার্থীদের শেখার বিভিন্ন ধরণ এবং সময়সূচীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে । এই কোর্সটি সফলভাবে শেষ হলে, অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সনদপত্র পাবে, যা তাদের কঠোর পরিশ্রমের একটি প্রমাণ হবে এবং তাদের নেতৃত্ব পথে সাহায্য করার একটি খুবই শক্তিশালী উপকরণ হবে।
আমি আপনাদের সকলকে DECO-LEADS অনলাইন প্রশিক্ষণ কোর্সের জন্য নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, নিজেকে এই সমৃদ্ধিকরণ অভিজ্ঞতায় নিমজ্জিত করুন এবং প্রভাবশালী নেতৃত্ব পথে আগ্রহী হতে নিজেকে নিযুক্ত করুন। চলুন একসাথে জ্ঞান, অনুপ্রেরণা এবং প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব দিই ও কোর্সটি শুরু করি ।
ধন্যবাদ সবাইকে। আমারা আপনাকে DECO-LEADS- অনলাইন কোর্সে দেখার জন্য উন্মুখ হয়ে আছি।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ইউজিসি
প্রজেক্ট লিডার, DECO-LEADS অনলাইন কোর্স