১.১৩ : শিক্ষার্থী-নেতৃত্বাধীন প্রজেক্ট ম্যানেজমেন্ট : ধারণা থেকে বাস্তবায়নে ( Title: Student-Led Project Management: From Idea to Execution )



English Script 

Instructor (I): Greetings, emerging leaders! I'm [Instructor's Name] and I'm delighted to lead you through today's session, "Student-Led Project Management: From Idea to Execution."

I: Project management is a pivotal leadership skill that enables us to bring our ideas to life. Today, we'll delve into this process and give you the tools to effectively manage projects from start to finish.

I: We start with "Idea Generation." This is where you pinpoint a problem in your school, community, or society you'd like to address. The first step to effective project management is identifying the problem you want to solve.

I: Next up is "Planning." This is the stage where you dissect your idea into achievable tasks. Consider the resources you'll require, the people who should be involved, and the timeline for completion. This stage sets the foundation for your project, so thorough planning is critical.

I: After we have our plan, we move onto "Execution." This phase involves turning your plans into reality, moving progressively through each step. You will likely encounter challenges during this stage, but remember, great leaders are adaptable and ready to modify their plans as circumstances dictate.

I: The final phase is "Review and Reflect." This is a crucial stage where you take the time to assess the project's outcomes, understand what worked, identify areas for improvement, and plan for future projects. Reflection allows us to learn from our experiences and continue to grow as leaders.

I: Now that you understand the phases of project management, let's look at an example. Suppose the problem we want to tackle is reducing waste in our school cafeteria.

I: The planning phase could involve creating a recycling program, sourcing sustainable food providers, and implementing a waste education campaign. Execution would mean putting these plans into action. Finally, the review and reflect stage would see us assessing the success of the program and identifying areas for improvement.

I: I hope this example gives you a clearer understanding of project management.

I: Remember, these are skills you can start honing now! Whether you're organizing a study group, planning a community event, or running a club at school, these project management steps can guide you towards successful outcomes.

I: That concludes our session for today. In our next class, we will explore "Enhancing Public Speaking and Presentation Skills in Student Leaders." Until then, keep leading, keep exploring, and I'll see you next time!



বাংলা স্ক্রিপ্ট 

ভদ্রমহিলা ও মহোদয়গণ,

শিরোনাম : শিক্ষার্থী-নেতৃত্বাধীন  প্রজেক্ট ম্যানেজমেন্ট : ধারণা থেকে বাস্তবায়নে

 

প্রশিক্ষক (প্র): নতুন লিডারদের অভিনন্দন! আমি [প্রশিক্ষকের নাম] এবং আজকের অধিবেশন "শিক্ষার্থী-নেতৃত্বাধীন   প্রজেক্ট ম্যানেজমেন্ট : ধারণা থেকে বাস্তবায়নে" এর মাধ্যমে আপনাদেরকে নেতৃত্ব দিতে পেরে আমি আনন্দিত।

প্র : প্রজেক্ট ম্যানেজমেন্ট  একটি গুরুত্বপূর্ণ লিডারশীপ  দক্ষতা যা  আমাদের আইডিয়া গুলোকে   বাস্তবে কার্যকর  করে তোলে । আজ, আমরা এই বিষয় সম্পর্কে  গভীর ভাবে জানবো এবং  শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকরভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর  জন্য যেসব টুলস দরকার তা আপনাদেরকে ধারনা দিব ।

প্র : চলুন শুরু করা যাক, “আইডিয়া তৈরি  করা।” এটা সেই জায়গা যেখানে আপনি আপনার স্কুল, সম্প্রদায়, বা সমাজে কোনও সমস্যা চিহ্নিত করে উপস্থাপন করতে পারেন। মনে রাখবেন, একটি ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট এর  প্রথম ধাপ হল সমস্যা খুঁজে বের করা, যে সমস্যাটি আপনি সমাধান করতে চান।

প্র : এরপর আসে "পরিকল্পনা"। এটি সেই ধাপ যেখানে আপনি আপনার আইডিয়া  ভালোভাবে বিশ্লেষণ করে তা বাস্তবে  কাজে লাগাতে পারবেন । প্রজেক্টের জন্য আপনার  কি কি রিসোর্স  প্রয়োজন , কে কে শামিল থাকবে  এবং প্রজেক্ট  সমাপ্তির সময়সূচি ঠিক করতে হবে । এই পর্বে আপনি প্রজেক্টের  ভিত্তি  প্রস্তুত  করবেন , তাই পরিপূর্ণ পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ।

প্র : আমরা যেহেতু  আমাদের পরিকল্পনা পেয়ে গিয়েছি  , তাহলে আমরা এখন  "বাস্তবায়ন" এ যাই। এই পর্যায়ে প্রত্যেকটি ধাপ সফলতার সাথে পার করতে হবে , এই পর্যায়টি  আপনার পরিকল্পনাকে বাস্তবে রুপ দেবে। এখানে আপনি অনেক বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু মনে রাখবেন একজন ভালো নেতা সব সময় অভিযোজন ক্ষমতা রাখে  এবং পরিস্থিতি অনুযায়ী তার পরিকল্পনা পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকে।

 প্র : শেষ ধাপ হলো "রিফলেক্ট এবং রিভিউ অর্থাৎ পর্যালোচনা এবং চিন্তন"। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আপনি প্রজেক্টের ফলাফলগুলি মূল্যায়ন করতে পারেন , একই জিনিস ভালোভাবে কাজ করেছে তা বুঝতে পারেন ,যেসব ক্ষেত্রে উন্নতি করা যায় সেগুলো  চিহ্নিত করতে পারেন এবং ভবিষ্যতে কি প্রজেক্ট করবেন তা নিয়ে কল্পনা করতে পারেন ৷ রিফ্লেকশন বা প্রতিফলন এর মাধ্যমে আমরা  আমাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারি  এবং ভালো লিডার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি ।

প্র  : এখন আশা করি  আপনারা  প্রজেক্ট ম্যানেজমেন্ট ধাপগুলো  বুঝতে পেরেছেন ।চলুন একটি  উদাহরণ দেখা যাক। ধরুন  আমরা স্কুলের ক্যাফেটেরিয়াতে বর্জ্য কমানোর সমস্যার সমাধান করতে চাই।

প্র : পরিকল্পনা পর্যায়ে একটি পুনর্ব্যবহারযোগ্য প্রোগ্রাম তৈরি করা, টেকসই খাদ্য সরবরাহকারীদের সোর্সিং এবং  শিক্ষার অপচয় প্রচারা অভিযান  বাস্তবায়ন ইত্যাদি  থাকতে পারে। কার্যকর করার অর্থ এই পরিকল্পনাগুলিকে কাজের মাধ্যমে বাস্তবায়িত করা । অবশেষে, পর্যালোচনা এবং প্রতিফলন পর্যায়ে আমরা  আমাদের প্রোগ্রামের কতটুকু সফল হয়েছে তা বুঝতে পারবো এবং উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করব ।

প্র : আমি আশা করি এই উদাহরণ আপনাদেরকে  প্রজেক্ট ম্যানেজমেন্ট এর একটি  সুস্পষ্ট ধারণা দিয়েছে।

প্র : মনে রাখবেন, এই কাজগুলো এমন যা আপনি চাইলে এখন থেকে শেখা শুরু করতে পারেন । আপনি একটি স্টাডি গ্রুপ তৈরি  করছেন, একটি কমিউনিটি ইভেন্টের পরিকল্পনা করছেন বা স্কুলে একটি ক্লাব পরিচালনা করছেন, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এর ধাপগুলো  আপনাকে ভালো ফলাফল আনতে সহায়তা করবে ।

প্র : এটা আজকের জন্য আমাদের সেশন  শেষ.  পরবর্তী ক্লাসে, আমরা "ছাত্র নেতাদের মধ্যে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল বাড়ানো" নিয়ে জানব । ততক্ষণ পর্যন্ত, নেতৃত্ব দিন, অন্বেষণ চালিয়ে যান, এবং আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে !


Download the file

Last modified: Friday, 6 October 2023, 6:38 AM