লিডারশিপ এর আভিধানিক অর্থ নেতৃত্ব।নেতা বা লিডারের কাজ প্রথমত একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করা।অর্থাৎ প্রতিষ্ঠান বা কোনো জনগোষ্ঠীর জন্য কল্যাণকর কি কাজ করা প্রয়োজন তা স্থির করা।এটা তিনি একক ভাবে বা দলগত ভাবে স্থির করবেন।এরপর তিনি পরিকল্পনা করবেন কি করে এই লক্ষ্য অর্জন করা যাবে।এর পর তিনি যোগ্য কর্মী বাহিনী নির্বাচন করবেন এবং কাজে নামবেন এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন।কাজে অনেক বাধা,কর্মীদের মধ্যে মতদ্বৈধতা আসবে এগুলো তিনি কৌশলে মিটাবেন।এই বুদ্ধিমত্তা লিডারশিপে খুব প্রয়োজন।লিডার তিনি যিনি একটি দল বা একাধিক দলকে নির্দেশনা,সহ্যোগিতা,সহমর্মিতা এবং নিষ্ঠা দিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে এবং সর্বোপরি সাফল্য লাভ করতে সাহায্য করেন।
Nice sir
Thank you sir.
Thanks sir
Very nice
Well done.
ধন্যবাদ
Everything is nicely covered
Thank you sir.
Leader has a strong plan to lead the organization.
Yes sir you are absolutely right.
Thanks sir.
অনেক ভালো বলেছেন স্যার।
Strategic Plan
Very well said.
Nice elaboration!
Good idea
Well, Physical fitness & positive mindset is also necessary for a good leader.