লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি মনে করেন?

লিডারশিপ বলতে কি বোঝায়?

লিডারশিপ বলতে কি বোঝায়?

by Abu Md. Mehdi Hassan - Number of replies: 0

নেতৃত্ব বা লিডারশীপ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন নির্বাহী, নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের আচরণকে প্রভাবিত করতে পারে। নেতৃত্ব হল কোন প্রতিষ্ঠানের মালিক, বা ম্যানেজারের এমন একটি গুন বা ক্ষমতা যা অধস্তনদের আত্মবিশ্বাস এবং প্রত্যয়ের সাথে কাজ করতে প্ররোচিত করে।

কিথ ডেভিসের মতে, “নেতৃত্ব হল মানুষের এমন একধরণের ক্ষমতা বা গুন যা অন্যদেরকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে পারে।