কীভাবে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভয়েস এবং এজেন্সিকে কার্যকরভাবে ক্ষমতায়ন করতে পারি?

কীভাবে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভয়েস এবং এজেন্সিকে কার্যকরভাবে ক্ষমতায়ন করতে পারি?

Re: কীভাবে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভয়েস এবং এজেন্সিকে কার্যকরভাবে ক্ষমতায়ন করতে পারি?

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা Number of replies: 0
শিক্ষার্থীদের ভয়েস হল ছাত্রদের ধারনা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা, উৎসাহিত করা এবং তাদের কথা শোনা। তারা যা বলতে চায় বা তাদের যা বলতে হবে তা খুব ভালোভাবে মনোযোগের সহিত শোনা এবং শেখার প্রক্রিয়াতে তাদের অন্তর্দৃষ্টিকে অন্তর্ভুক্ত করা। যেমন ক্লাস আলোচনা, সাজেশন বক্স, ছাত্র ব্লগ বা পিআর টিচিং ।

এজেন্সি হল ছাত্রদের তাদের নিজেদের শেখার দায়িত্ব নিজে নেওয়া,নিজের মত সিদ্ধান্ত নিতে পারা এবং তাদের শিক্ষাজীবনকে নিজেদের মতো করে গড়ে তোলার ক্ষমতা দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্ব শিক্ষায় সক্রিয় ভূমিকা রাখা । তারা নিজেরা কখন কিভাবে কতটুকু বা কি শিখতে চাই অর্থাৎ তাদের শিক্ষার দায়ভার সম্পূর্ণ শিক্ষার্থীদের উপর দেওয়া , তাদের অনুপ্রেরণা বাড়ানো