লিডারশিপ বলতে আসলে কি বোঝায় বা লিডারশিপ মানে আপনি কি মনে করেন?

লিডারশীপ কি?

লিডারশীপ কি?

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা Number of replies: 13

লিডারশীপ হলো এক ধরণের যোগ্যতা বা ক্ষমতা যার দ্বারা একজন ব্যক্তি  তার গোষ্ঠীর অনুসারী বা সংগঠন, সমাজ বা দলের সদস্যদের প্রভাবিত ও গাইড করে থাকে। আর এই লিডারশীপ অর্জনের পূর্বশর্ত হলো সুশিক্ষা, সততা, বিনয়ী, সমস্যা সমাধানের সুক্ষ্ণ জ্ঞান, ম্যানেজ করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা ইত্যাদি।