সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

সৎ ও দক্ষ নেতৃত্ব

সৎ ও দক্ষ নেতৃত্ব

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা Number of replies: 9

দেশের প্রশাসন আর রাজনৈতিক ব্যক্তিদের প্রয়াস চালাতে হবে, যাতে যোগ্য নেতৃত্ব উঠে আসে। নেতৃত্বের চর্চা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। সমাজ বিনির্মাণ ও পরিবর্তনের প্রথম শর্ত সঠিক নেতৃত্ব। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে এগিয়ে যেতে পারে সমাজ ও দেশ। তাই আমাদের সবার অবস্থান থেকে সুষ্ঠু নেতৃত্বের চর্চা চালিয়ে যেতে হবে, যাতে যেকোনো সঙ্কটে আমরা সফল হতে পারি। অর্থনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, সাহিত্য সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। 

Close menu