সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

নেতৃত্বের চর্চা

নেতৃত্বের চর্চা

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা Number of replies: 8

নেতৃত্ব অর্জন করতে হলে বা নেতৃত্ব দিতে হলে নেতৃত্বের গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। নেতৃত্বের গুণ সম্পর্কে সান জু বলেন, নেতৃত্ব হলো বুদ্ধিমত্তা, বিশ্বাসযোগ্যতা, মানবিকতা, সাহস ও শৃঙ্খলাবোধের বিষয়। যার মধ্যে এসব গুণের সমন্বয় ঘটবে, তার মধ্যে সঠিক নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে। তা ছাড়াও দূরদৃষ্টি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, ধৈর্য ধারণ ক্ষমতা, ব্যবস্থাপনা দক্ষতা, অনুপ্রাণিত করার ক্ষমতা, সময়নিষ্ঠ ও বিনয়ী হওয়া ইত্যাদি গুণ নেতৃত্বের জন্য জরুরি। একজন সফল নেতার দায়িত্ব হচ্ছে তার অনুসারীদের শুধু অনুপ্রাণিত ও পরিচালিত বা তাদের দিয়ে কাজ করানোই নয়; বরং অনুসারীদের মাঝ থেকে ভবিষ্যৎ নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতা অর্জনের প্রতিভার অন্বেষণ ও প্রশিক্ষণ দেয়া। কেউ জন্ম থেকে এসব গুণ নিয়ে জন্মায় না, সবই চেষ্টা এবং চর্চার ফসল।

In reply to MD. RABIUL JAHANGIR

Re: নেতৃত্বের চর্চা

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা
নেতা হয়ে কেউ জন্মায় না বরং জন্মায়ে নেতৃত্ব গুণাবলী অর্জনের মাধ্যমে নেতা হয়।