সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং সমস্যা সমাধান রোলপ্লে

নেতৃত্বের বিকাশ সাধন

নেতৃত্বের বিকাশ সাধন

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা Number of replies: 4

দেশ, জাতি, সমাজ, পরিবারসহ সব স্থানে সঠিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ। একটা পরিবারে যদি সঠিক নেতৃত্ব না থাকে; তাহলে ওই পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে না। বিশৃঙ্খলা দেখা দেয়। সমাজেও সঠিক নেতৃত্বের অভাবে হানাহানি, মারামারি, সহিংসতা দেখা দেয়। কোনো দেশই নেতৃত্বের অভাবে উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে না। সুতরাং সব ক্ষেত্রেই নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে প্রায় সব ক্ষেত্রে অভাব রয়েছে যোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন দক্ষ নেতৃত্বের। নেতৃত্ব ধারাবাহিক চর্চার বিষয়। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের চর্চা করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং লিডারশিপ ট্রেনিংগুলোতে যোগদানের মাধ্যমে আমরা নেতৃত্বের চর্চা করতে পারি। দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে চাইলে নেতৃত্ব চর্চার বিকল্প নেই। সফল নেতৃত্ব সমাজের বিদ্যমান সমস্যাগুলো সহজেই বুঝতে পারে এবং সে অনুযায়ী সমস্যার সমাধানে উদ্যোগী হয়। তাই আমাদের প্রতিনিয়ত নেতৃত্বের বিকাশ সাধন ও চর্চায় মনোযোগ দেয়া উচিত।

In reply to MD. RABIUL JAHANGIR

Re: নেতৃত্বের বিকাশ সাধন

{$a->নাম} - {$a->তারিখ} দ্বারা
Good idea and precisely delivered the right strategy!