লিডারশীপ বলতে বোঝায় মানুষকে বিশ্বাস করা । ভাল কাজ করলে মানুষ সমর্থন করবে এবং সহজে লক্ষ্যে পৌছানো যাবে । আমি সারা দেশের গরীব ও অসহায় মানুষের কষ্ট লাঘব করার জন্য নবম দশম শ্রেণির পাঠ্যবই খুবই সহজ করে লিখেছি যাতে গরীব অসহায় মানুষের কোন প্রাইভেট পড়তে না হয় গাইড কিনতে না হয়। বইটি টেক্সটবুক বোর্ডের পাঠ্যবই এবং বাংলাদেশের জনপ্রিয় বই। এই বই লেখার পর আমি যখন ড. মো: জাফর ইকবাল স্যারের বিষয়ে সমালোচনা করি তখন সবাই আমার সাহসের জন্য আমাকে নেতৃত্বের স্থানে বসিয়েছে । আমি যদি খারাপ বই লিখতাম তাহলে সবাই আমাকে মেরে ফেলত । শুধুমাত্র মানুষের উপকার করার জন্যই জনগণই আমাকে সহযোগিতা করেছেন ।
Biddut Kumer Ray
Associate Professor, Chemistry
Program Officer, Teacher Training
College Education Development Project, Ministry of Education, Dhaka
ID no 012525
22 BCS Education Cadre officer and Chemistry Textbook Writer for Class nine and Ten of NCTB
Mobile: 01716574944
Email : samad.vashantak14@gmail.com